কাজিরবাজার ডেস্ক :
বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু বৃদ্ধি অব্যাহত রয়েছে। সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে নতুন লকডাউন ও করোনা বিধি আরও কঠোর করা হয়েছে। রবিবার ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসেবে বলা হয়, অতি ছোঁয়াচে এ রোগে আক্রান্ত ১৩ কোটি ১৫ লাখ একহাজার ৮শ’ ৯৮ ছাড়িয়েছে। মারা গেছে ২৮ লাখ ৬১ হাজার ৫৬৪ জন। সুস্থ হয়েছে, ১০ কোটি ৫৯ লাখ পাঁচ হাজার ৩শ’ ৭১জন। খবর আলজাজিরা ও বিবিসি অনলাইনের।
এদিকে দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। শনিবার এক টুইটার বার্তায় তিনি এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শরীরে ৯৯ ফারেনহাইট তাপমাত্রা ও সামান্য মাথাব্যথা নিয়ে আমি আজ করোনা পরীক্ষা করেছি। ফল পজিটিভ। এদিনই তিনি ৬২ বছর বয়সে পা রাখেন তিনি। সতর্কতা হিসেবে আগে থেকেই আইসোলেশনে ছিলেন আলবার্তো ফার্নান্দেজ। তবে তার শারীরিক অবস্থা ভাল আছে। শনিবার তিনি এক রেডিও সাক্ষাতকারে বলেন, কিভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা বলতে পারছেন না। তিনি বলেন, আমি নিজের খুব যত্ন নেই। টিকা না নিলে আমাকে হয়তো খারাপ সময় পার করতে হতো। প্রেসিডেন্ট দফতর সূত্র বলেছে, ফার্নান্দেজ রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকা গ্রহণ করেন এবং গত ১১ ফেব্রুয়ারি তিনি তার দ্বিতীয় ডোজ নেন। আর্জেন্টিনায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে এবং এটি উর্ধমুখী। চার কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশটিতে ২৩ লাখেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত এবং ৫৬ হাজারেরও বেশি লোক মারা গেছে।