প্রাচীন জৈন্তা রাজ্যের ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে দেখাশোনার আহবান

53

প্রাচীন জৈন্তা রাজ্যের ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন সমূহ সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে দেখাশোনা ও তত্ত্বাবধানের নিমিত্ত গত ৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় জৈন্তাপুর উপজেলা সদরে ইরাদেবী মিলনায়তনের পূর্ব যোগাযোগের মাধ্যমে এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাষ্টার সিরাজুল ইসলাম ও শিক্ষক ফয়জুল হক বলেন প্রায় ৫ হাজার বছর পূর্বেকার প্রাচীন জৈন্তা রাজ্যের স্মৃতি ও পুরাকীর্তি জৈন্তাপুর উপজেলা সদরে নিজপাট গ্রামে অদ্যাবধি বিদ্যমান রয়েছে। সিলেট তথা বাংলাদেশের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসাবে অদ্যাবধি গুরুত্ব বহন করছে। জৈন্তার ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনাদি নামে মাত্র সরকারের প্রতœত্ত্বত বিভাগে নিয়ন্ত্রণে থাকিলেও এই প্রাচীন ঐতিহাসিক নিদর্শনাদি ও পুরাকীতি সুষ্ঠুভাবে সংরক্ষণ ও তত্ত্বাবধান হয়েছে না মর্মে বক্তাগণ উল্লেখ করেন। দেলোয়ার আহমদ মাসুক ও সেলিম আহমদ লস্কর সরকারের পাশাপাশি সাংগঠনিকভাবে  জৈন্তা রাজ্যের  ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনাদি দেখাশোনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সভায় আলাপ আলোচনার ভিত্তিতে “জৈন্তা (রাজ্যের) ঐতিহ্য সংরক্ষণ সংস্থা” নামকরণের স্থানীয়ভাবে একটি আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়।
অতঃপর খোলামেলা আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে  এম কে নাইয়ানকে আহবায়ক এবং দেলোয়ার আহমদ মাসুককে যুগ্ম আহবায়ক, মাষ্টার সিরাজুল ইসলাম, মাষ্টার ফয়জুল হক, মোঃ নাসির উদ্দিন এডভোকেট, সেলিম আহমদ লস্কর, মাহমুদ মেম্বার, বিদুর আহমদ ও সমসু মিয়াকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মৃনাল কান্তি নাইয়ান এর আহবানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক এডভোকেট নাসির উদ্দিন। বিজ্ঞপ্তি