জামালগঞ্জে কৃষক লীগের বর্ধিত সভা ও কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ

16
জামালগঞ্জে কৃষক লীগের বর্ধিত সভা ও কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-সুনামগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে বর্ধিত সভা ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শনিবার বিকালে বর্ধিত সভা শেষে প্রায় তিন শতাধিক কৃষকের মাঝে উচ্চফলনশীল এক প্যাকেট করে ধান বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল আলমের সভাপতিত্বতে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের বর্ধিত সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট-সুনামগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো. জহির উদ্দিন লিমন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি, সদস্য সচিব বিন্দু তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, জালাল মিয়া,নিজাম নুর, আসমা আক্তার, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, ফেনারবাঁক ইউনিয়ন কৃষক লীগের সভাপতি একলেমুর রেজা চৌধুরী মানিক জামালগঞ্জ, উত্তর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খুরশেদ আলম ভূঁইয়া, ভীমখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দ।