জননেতা পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

40

DSC07699ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৬ ফেব্র“য়ারী সোমবার বেলা ১১টায় প্রবীণ রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর নেতৃত্বে দক্ষিণ সুরমা বাঘেরখলা গ্রামে মরহুমের কবরস্থানে সিলেট জেলা গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। মরহুম জননেতা পীর হবিবুর রহমান বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান আমলে আয়ূব বিরোধী আন্দোলন সহ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। আজীবন অসম্প্রদায়িক, গণতান্ত্রিক প্রগতিশীল মনা এই মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত এদেশের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক প্রতিটি আন্দোলনে অগ্রণী নেতৃত্বে ছিলেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের অগ্রসৈনিক মরহুম জননেতা পীর হবিবুর রহমানের বর্ণাঢ্য রাজনীতিক জীবন ছিল সৎ ও সততার।
এ সময় গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী আয়ূব আলী, মাছুম আহমদ ও সৈয়দ সয়েফ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক গুলজার আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, কালা মিয়া, দুলাল মিয়া, বাবুল চৌধুরী প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযুদ্ধা সুবল চন্দ্র পালের নেতৃত্বে ঐক্য ন্যাপের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তক অর্পণ করেন। বিজ্ঞপ্তি