জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেট, বাংলাদেশ-এর উদ্যোগে “কুরআন, ত্বাকওয়া ও যাকাত” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনার আগামী ১১ মে শনিবার বেলা ২টায় সময় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা’র সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মুতিউল ইসলাম।
সেমিনার বাস্থবায়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলেমে দ্বীন ইমাম ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিম। সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, ড. এ এইচ এম সোলায়মান, মাওলানা ওলীউর রহমান সিরাজী, মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান মাদানী, হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন, মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ার, মাওলানা আব্দুল হাফিজ, হাফিজ মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা জামাল আহমদ প্রমুখ। সভায় সেমিনারকে সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি