মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান নৃশংসতা ইতিহাসে জঘন্যতম গণহত্যা নামে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের নেতৃবৃন্দ। ৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি, গাজী বুরহান উদ্দিন (রঃ) মাদরাসার প্রিন্সিপাল শেখ মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল মাওলানা জহুরুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাসুক আহমদ সালামী, শায়খুল হাদীস আশরাফ আলী মিয়াজানী, শায়খুল হাদীস মনছুরুল হাসান রায়পুরী, শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুতিন ধনপুরী, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মুজাম্মিল হক, মাওলানা আছলাম রহমানী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নাসির উদ্দিন নিজামপুরী, হাফিজ আব্দুল মালিক, কাজী এনাম আহমদ, মাওলানা বিলাল আহমদ, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা কুতুব উদ্দিন সিরাজী, হাফিজ মাওলানা ফখরুল আলম, মাওলানা সাব্বির আহমদ, হাফিজ মাওলানা নওফল আহমদ, রফিক বিন সিকন্দার, ইলিয়াস বিন রিয়াসদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঈমানী দায়িত্ব হিসেবে সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও মুসল্লিগণকে মিছিল ও সমাবেশ অংশগ্রহণের আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি