দেশের জনগণকে জনসম্পদে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই ————– মাহমুদ উস সামাদ এমপি

41

সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী IMG_4243বলেছেন, দেশের জনগণকে জনসম্পদে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত জাতিই দেশ পরিবর্তনের হাতিয়ার। শুধু স্বাক্ষরতার মধ্যেই সীমাবন্ধ থাকলেই চলবে না বর্তমান যুগে টিকে থাকতে হলে অবশ্যই শিক্ষিত হবে। শিক্ষিত হতে পারলেই দেশকে ডিজিটাল দেশে পরিণত করা সম্ভব।
শুক্রবার সকালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, চন্ডিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেব, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজি বেগম, শিক্ষক সন্ধ্যা রাণী দাস, আমিন উদ্দিন, উপজেলা  ছাত্রলীগ সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বিজ্ঞপ্তি