সিলেটে আরও ৫ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

7

স্টাফ রিপোর্টার :
আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস। গতকাল রবিবার রোববার আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫০ মিলিমিটার।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, রবিবার সিলেট শহরে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টিপাত হবে। তবে নগরীর বাহিরে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৫টি অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। তিনি বলেন, সিলেট, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।