কাকলী শপিং সেন্টারে বিদেশী ব্যান্ডের নামে ভেজাল কসমেটিকস সামগ্রী বিক্রি ॥ সিটি কর্পোরেশনের অভিযানে অর্থদন্ড ও মালামাল ধ্বংস

10

স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর জিন্দাবাজারে কাকলী শপিং সেন্টারের কসমেটিকস দোকানগুলোতে বিদেশি বিভিন্ন বব্র্যান্ডের নামে দেশীয় মানহীন ও ভেজাল পণ্য বিক্রি করা হয়। শিশুদের ব্যবহারের লোসন, জেল, ওলিভয়েল এমনকি নারীদের রূপচর্চায় ব্যবহার্য বিভিন্ন প্রসাধনীতে চলছিলো এমন কান্ড। আর তাই এসবদোকানে অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে অভিযানে নেমে দোকানগুলোতে ভেজাল পণ্যে ছয়লাব দেখতে পায় ভ্রাম্যমান আদালত। এ সময় কয়েকটি দোকান মালিককে নগদ অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় লক্ষাধিক টাকার প্রসাধনী সামগ্রী জব্দ করে তা ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস। এ সময় অভিযানে সহায়তা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।
অভিযান শেষে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস বলেন, নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে এসব কসমেটিক দোকান ভেজাল পণ্য বিক্রি করছিলো। ঢাকার চকবাজারসহ সিলেটের ভিন্ন জায়গায় এসব পণ্য তৈরি করা হয়। যা শিশুর জন্য এবং ব্যবহারকারীর জন্য ক্ষতিকর। এজন্য কয়েকটি দোকানমালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে ভেজাল এসব পণ্য ধ্বংস করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।