লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও – উপ- পুলিশ কমিশনার

8
পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেছেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও’। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে আগামী দিনের মন্ত্রী হবে, বিজ্ঞানী হবে। তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন,নিজেদের স্বার্থে সকলকে আরো বেশি সচেতন হওয়া দরকার। আমাদের সমাজ ও দেশকে বদলাতে সবাইকে জাগ্রত থাকতে হবে।পাশাপাশি যানজট মুক্ত শহর, নিরাপদ সড়ক ও ফুটপাত গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই। আমরা যদি সচেতন হয়ে উঠি তাহলে সকল প্রকার দুর্ঘটনা কমে আসবে। তিনি ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর মোহনা সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে পাঠাটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিদ্যালয়ের পরিচালনা কামটির সভাপতি, বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক শম্ভু কুমার নন্দী পুরকায়স্থের পরিচালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পাঠাটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন সিটি ৯নং ওয়ার্ডেও কাউন্সিলর আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কামরান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিলেট বিভাগীয় প্রধান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (প্রাক্তন ছাত্র) দেবেজোতি মজুমদার, প্রবাসী (প্রাক্তন ছাত্র)মাছুদুর রহমান, অন্যান্যদের মাঝ উপস্থিত ছিলেন,পাঠানটুলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী সাহেদ আহমদ, পাঠাটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের (প্রাক্তন ছাত্র) সঞ্জয় দেব, নুলল ইসলাম নুর, সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ে শিক্ষাক ও শিক্ষীকাগণ ছাত্র-ছাত্রীদেও অভিভাবকগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শুরুকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান ও গীতা পাঠ করেন মৌসুমী রাণী ছাত্রী। অনুষ্ঠান শেষে ২০১৯ সনের এস এস সি পরিক্ষায় অত্র প্রতিষ্ঠান হতে জিপিএ -৫ প্রাপ্ত তিনজন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশিষে অতিথিবৃন্দরা। বিজ্ঞপ্তি