দিরাইয়ে মুন্নী হত্যাকারীদের শাস্তির দাবিতে গোয়াইনঘাটে পল্লী সমাজের মানববন্ধন

26

সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৭ ডিসেম্বর) গোয়াইনঘাটে ইসলামপুর পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে দাবি জানানো হয় মুন্নীর হত্যাকারী যেন কোনভাবেই পার না পায়। মুন্নীর হত্যাকারী প্রশাসনে যেন কোন প্রকার প্রভাব বিস্তার না করতে পারে, এই ঘটনাকে অন্যভাবে প্রভাবিত করতে না পারে সেই দাবিও জানানো হয়। এ সকল হত্যাকন্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচার না হলে সমাজে অরাজকতা ও সহিংস ঘটনা বেড়েই যাবে। মুন্নীর হত্যাকারী ইয়াহিয়ার পরিবারের লোকজন প্রভাবশালী মহলে যোগাযোগ করতে পারে তাই সে ব্যাপারেও প্রশাসনকে কঠোর হতে হবে সামাজিক সংগঠন পল্লী সমাজের সদস্যরা এ দাবি জানান। গোয়াইনঘাটে ইসলামপুর পল্লী সমাজের আয়োজনে মানববনে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আঃ রহমান, আবু তাহের- বিশিষ্ট সমাজ সেবক, আজহার উল ইসলাম- শিক্ষক, রুমানা আক্তার-শিক্ষক, মাজেদা খানম- শিক্ষক, নাজমা বেগম-শিক্ষক, মোঃ আলাউদ্দিন-–সমাজসেবক, সৈয়দ শহিদুর রহমান- লিগ্যাল এইড কর্মকর্তা, মেহেরুন্নেছা- লিগ্যাল এইড কর্মকর্তা, আঃ রউফ- ব্র্যাক কর্মকর্তা, মামুনার রশিদ – ব্র্যাক কর্মকর্তা, পল্লী সমাজের নেত্রী আছারুন বেগম, ছকিনা বেগম, জমিলা বেগম ও সাধারণ সদস্যগণ প্রমুখ। বিজ্ঞপ্তি