শর্টগান ও ৩ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার রিপন গ্রেফতার

60

স্টাফ রিপোর্টার :
নগরীর আম্বরখানা এলাকা থেকে শটগান ও ৩ রাউন্ড গুলিসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার মো: আবুল হোসেন রিপনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গতকাল বুধবার সকাল সোয়া ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাপ্ল¬াইরোড সংলগ্ন ডিঙ্গি রেষ্টুরেন্ট’র সামন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত আবুল হোসেন রিপন বালাগঞ্জ থানার নইওরপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহর পুত্র।
র‌্যাব জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে নগরীর আ¤¦রখানা পয়েন্টে র‌্যাব-৯ এর চেক পোস্ট তল্ল¬াশি চৌকি পরিচালনা করে। এ সময় ২ জন সন্দেহ ভাজন ব্যক্তি একটি শপিং ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছিল। সন্দেহ হওযায় তাদেরকে অনুসরণ করাতে ২ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিঙ্গি রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আবুল হোসেন রিপনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিকে তল্ল¬াশি করে তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে একটি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপর জন মোঃ আইনুল (৩২) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আবুল হোসেন রিপনকে জিজ্ঞাসাবাদে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। সে আন্তঃজেলার ডাকাত সর্দার। তার কথামত ডাকাতি করা হয় সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায়। আবুল হোসেন রিপন এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল বলে স্বীকার করে। তাকে গ্রেফতার করায় এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত শটগান, গুলি ও গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।