হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে ওজনে কম দেয়া ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে দু’টি ধান-চাল ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
জানা যায়, চালের বাজারে অস্থিরতা কমাতে ও অবৈধ ধান-চাল মজুদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দুপুরে শহরের চৌধুরীবাজার এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৫০ কেজি চালের বস্তায় ওজনে কম থাকায় এবং অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স শুভ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং মেসার্স রিপন ট্রেডার্সকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স শুভ এন্টারপ্রাইজের ধান-চাল মজুদের লাইসেন্স ছিল না। সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, অবৈধ ধান-চাল মজুদকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।