জগন্নাথপুরে বিকাশে টাকা দিয়ে প্রতারণার শিকার সাংবাদিক

34

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে প্রতারক চক্রের ফাদে পড়ে বিকাশে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক সাংবাদিক।
জানা গেছে, গত বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক, দৈনিক দিনকাল ও দৈনিক সিলেট বাণী পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া এ প্রতারণার শিকার হন। বেলা ১ টা ৩৩ মিনিটের সময় হঠাৎ সাংবাদিক জিয়ার বিকাশ করা মোবাইল নাম্বার (০১৭৮৩-৪৮০৮৩৯) এ অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দিয়ে বলে যে তার মোবাইল নাম্বার (০১৮৩১-১৫২৬৭৭) থেকে ভূল বশত তার বিকাশ নাম্বার (০১৮৩৯-৪৫৮৪০০) থেকে সাংবাদিক জিয়ার নাম্বারে ৯৮৮০ টাকা চলে গেছে। এ সময় সাংবাদিক জিয়া দেখতে পায় তার মোবাইলে ৯৮৮০ টাকার একটি ম্যাসেস এসেছে। তখন টাকা ফেরত চেয়ে অজ্ঞাত ব্যক্তি কান্নাকাটি করে। কান্না শোনে জিয়া তার মেবাইলের ব্যালেন্স চেক না করেই পাল্টা বিকাশ করে অজ্ঞাত ব্যক্তির উক্ত নাম্বারে ৯৮৮০ টাকা বিকাশ করেন। পরে জিয়া তার ব্যালেন্স চেক করে দেখতে পান তার মোবাইলে বিকাশ একাউন্টে থাকা  প্রায় ২৫ হাজার টাকার মধ্যে উক্ত ৯৮৮০ টাকা কর্তন হয়ে গেছে। পরে সে বিভিন্ন বিকাশের দোকানে গিয়ে অজ্ঞাত ব্যক্তির ম্যাসেস যাচাই করলে দোকানিরা জানান, এটি একটি ভূয়া ফরোয়ার্ড নাম্বারের ম্যাসেস ছিল। এ সময় প্রতারণার শিকার হওয়া সাংবাদিক জিয়া উক্ত অজ্ঞাত ব্যক্তির সাথে আবার ফোনে যোগাযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে উল্টো সাংবাদিক জিয়ার বিকাশ নাম্বারটি ব্লক করে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিক জিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় জিডি করেন। এ ব্যাপারে সাংবাদিক জিয়া জানায়, প্রথমে ফোন দিয়ে প্রতারক কেঁদেছিল, এখন টাকা খুইয়ে আমি কাঁদছি।