বাহুবলে বাসে আগুন

28

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
অবরোধের ১৪তম দিন গত সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হাফিজপুর গ্রামের কাছে পলাশ ব্রিকস ফিল্ডের সামনে নাসিরাবাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-১২৬৯) বিকল অবস্থায় দাঁড়ানো ছিল। সন্ধ্যা ৭টার দিকে কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই সম্পূর্ণ বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান ও বাহুবল মডেল থানার ওসি আলী ফরিদ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
বাহুবল মডেল থানার ওসি আলী ফরিদ জানান, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। আমি ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেছি। বাসটি বাহুবল মডেল থানা হেফাজতে আনা হয়েছে।
হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, সোমবার সকালে সিলেট-ময়মনসিংহ রুটের নাসিরাবাদ পরিবহনের ওই বাসটি ইঞ্জিন বিকল হয়ে ওই স্থানে অবস্থান করছিল। হাইওয়ে পুলিশ নিরাপত্তার কথা চিন্তা করে র‌্যাকার দিয়ে গাড়িটি টেনে নিরাপদে নিয়ে যেতে চাইলে গাড়ির মালিক আপত্তি করেন। এ অবস্থায় বিকল গাড়িটি ওই স্থানে ছিল।