বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর যে অবদান, আমরা তার ঋণ কখনো শোধ করতে পারবো না। তবে আমরা নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাকে শ্রদ্ধা করা হবে। বঙ্গবন্ধুর গুণগুলো আমাদের মধ্যে লালন করতে হবে। তার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনোা বিকল্প নেই।
বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোশিয়েশন (সিবিএ) কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গত ২২ আগষ্ট মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সিলেটের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোশিয়েশন (সিবিএ) আঞ্চলিক কমিটি সিলেটের সভাপতি মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও নীল দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আহমেদ আলী, সিলেট অফিসের মহাব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শওকত আলী, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সিলেট আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান। বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ মনির মঞ্জুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপমহাব্যবস্থাপক মো. জুলফিকার মসুদ চৌধুরী, উপ-পরিচালক বিপ্লব চন্দ্র দত্ত, উপ-পরিচালক সুধাংশু রঞ্জন দে, উপ-ব্যবস্থাপক (ক্যাশ) মো. আব্দুল কাইয়ুম, সহকারী পরিচালক রনি দে, অফিসার জেনারেল মো. তানভীর আহমদ। অনষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারিক, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আলী মিয়া, প্রচার সম্পাদক মো. জাফর আহম্মেদ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মামুনুর রশিদ। বিজ্ঞপ্তি