বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ বলেছেন, গাছ মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। এজন্যে আমাদের অব্যবহৃত ভূমিতে বেশী পরিমাণে গাছ রোপণ করতে হবে। পরিবেশকে দূষণ মুক্ত রাখতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। গাছের ফল আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে। তাছাড়া গাছের ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করেই আমাদেরকে বেঁচে থাকতে হয়। অক্সিজেন ছাড়া কোন ভাবেই মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে দক্ষিণ সুরমার লালাবাজার আলিম মাদরাসার ক্যাম্পাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলু বলেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক সাজুর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরী আল ইসলাহ’র শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন,সিলেট পশ্চিম জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ সাংগঠনিক সম্পাদক এইচ, এম খালেদ আহমদ, সিলেট সরকারি কলেজের সভাপতি মাহবুর রহমান সাব্বির, দক্ষিণ সুরমা তালামীযের সাবেক সহ অফিস সম্পাদক হাফিজ শফিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ সভাপতি হাফিজ শিহাব উদ্দিন,সহ সাধারণ সম্পাদক রেদ্বওয়ান রাজা,সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুতলিব,শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফখর উদ্দিন,সদস্য সিরাজুল ইসলাম,রায়হান আলী,আব্দুল আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি