গরমে জনজীবন অতিষ্ঠ, বৃষ্টির সম্ভাবনা

26

স্টাফ রিপোর্টার :
রোদ বা বৃষ্টি অতিমাত্রায় হলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বর্ষাকালে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক হলেও আগস্ট মাসের শুরুতেই টানা ভারী বর্ষণ সেই স্বাভাবিকের মাত্রাকে অস্বাভাবিক করে তুলে।
অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কর্মমুখী মানুষজন গৃহবন্দী হয়ে পড়েন। অবিরাম বৃষ্টির ফাঁকেই কিছু সময়ের জন্য বৃষ্টির ধারা কমলেই জনমনে উদ্বেগ দেখা দিত। মুহূর্তের মধ্যেই নগরীর চেহারা পাল্টে যেত। সকলের কর্মব্যস্ততার ফলে সৃষ্টি হত যানজটের মত অপ্রীতিকর পরিস্থিতির। যার ফলে সকলেই কর্মময় জীবনে প্রবেশ করে কিন্তু গত দু’দিনের অতিরিক্ত গরমে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। জনমনের এই অশান্তি দূর করতে বৃষ্টিই ভরসা। সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদফতর।
স্থানীয় আবহাওয়া অধিদপ্তর দুপুর তিনটায় তাপমাত্রা রেকর্ড করে ৩৩.৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল এবং আজ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন আবহাওয়াবিদগণ।