গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক থেকে বিপুল পরিমাণ ভরতীয় সিগারেটসহ দু’জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিদ্বয় হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আলমদি গ্রামের মিনহাজ উদ্দিন’র ছেলে সুজন মোল্লা (২৪) ও সদর থানার গহর পাড়া গ্রামের মুসলেম উদ্দিন’র ছেলে রাজিব হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ভারতীয় ৮ হাজার সিগারেটসহ ২ জনকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় গোয়াইানঘাট উপজেলাকে মাদক মুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে এবং আগামি দিনেও থাকবে।