সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের বিবৃতি ॥ তুহিনের উপর মামলার নিন্দা

42

সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের জননন্দীত কাউন্সিলর মো: আব্দুর রকিব তুহিন এর উপর মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানা, সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডে চলছে উন্নয়ন মুলক কাজ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় নগরীর শিবগঞ্জ সোনারপাড়া আবাসিক এলাকায় সরকারী জায়গা উদ্ধার কার্যক্রম চালায় সিলেট সিটি কর্পোরেশন। অভিযান কালে শিবগঞ্জ পয়েন্টে অবৈধ দোকান কোঠা উচ্ছেদ করা হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিন উপস্থিত ছিলেন। তারা বলেন নগরীর উন্নয়নততা ওয়ার্ডের উন্নয়নকে বাধাঁগ্রস্থ করতে স্থানয়ী কাউন্সিলর আব্দুর রকিব তুহিনকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন শিবগঞ্জের আলী আকবর। তিনি দাবি করেছেন ওই জায়গাটি তার ক্রয়কৃত। তার কাছে কাগজপত্রও রয়েছে। নগরভবন কর্তৃপক্ষের দাবি এটি সরকারী জায়গা। আলী আকবরই অবৈধ দখলকারী। বিজ্ঞপ্তি