ভোট এলে

7

সাঈদুর রহমান লিটন

পথে ঘাটে আনাগোনা
লোক সমাগম খুব,
বাড়ি বাড়ি ভোটটি চেয়ে
গরম চায়ে ডুব।

ঝুলে থাকে নানা পোস্টার
যায়না কিছু বাদ,
মঞ্চে মঞ্চে যায় শোনা রোজ
নব্য নেতার নাদ।

সত্য মিথ্যা স্বপ্ন দেখায়
নাই তো চোখে ঘুম,
পাড়ায় পাড়ায় বেড়েই চলে
দেশ প্রেমিকের ধুম।

কতো ভালো নেতা তারা
রোজ পাড়াতে যায়,
ভোটটি পেতে ধরে নেতা
অনেক লোকের পায়।

ভোটের শেষে যখন নেতা
পাবে যখন জয়,
কেবা কখন মনে রাখে
পিছন ফিরে রয়।