রোটারী ইন্টারন্যাশনাল আর আই ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি রোটারিয়ান অধ্যক্ষ লেঃ কর্ণেল (অব:) আতাউর রহমান পীর বলেছেন, প্রসূতি মায়ের সুচিকিৎসা নিশ্চিতের মাধ্যমে আগামী প্রজন্ম গড়ে উঠলে জাতির উন্নয়ন হবে। শিশুদের বেড়ে উঠা ও সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে আমাদেরকে সচেতন হতে হবে।
তিনি রবিবার সকাল ১০টায় শাহজালাল উপশহরস্থ ভিক্টোরিয়া হাসপাতালে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে ও গাইনী বিশেষজ্ঞ রোটারিয়ান ডা: তানবিরুল আরেফীনের সৌজন্যে দিনব্যাপী মেটারনিটি এন্ড চাইল্ড হেলথ কেয়ার শীর্ষক ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি সমাজের হত দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নতি, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সহ সর্বক্ষেত্রে রোটারী ক্লাবগুলোর কর্মকান্ড প্রশংসনীয় উল্লেখ করে বলেন, রোটারিয়ানরা বিগত সোয়াশ’ বছর যাবৎ বিশে^র বিভিন্ন দেশে তাদের সেবার কর্মকান্ড অব্যাহত রেখে চলেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আর্থ পীড়িত মানুষের কল্যাণে কাজ করছে। তিনি মা ও শিশুর চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে রোটারী মিডটাউন আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প সমাজে এক উদাহরণ হয়ে থাকবে বলে উল্লেখ করেন এবং এ ক্যাম্পে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
রোটারী মিডটাউন এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: তানবিরুল আরেফীনের সভাপতিত্বে ও রোটারিয়ান বিধু ভূষণ চক্রবর্ত্তী পিএইচএফ এর সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন এসিসটেন্ট গভর্ণর পিপি রোটারিয়ান মোঃ সেলিম খান পিএইচএফ, ভিক্টোরিয়া হাসপাতাল এর চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হানিফ আহমদ, সাবেক চেয়ারম্যান শহিদুল হক নজমু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি প্রফেসর মোঃ সাখাওয়াত হোসেন আজাদ, রোটারিয়ান পিপি দেলোয়ার হোসেন চুন্নু, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ জাকির আলী, রোটারিয়ান আইপিপি মোঃ সিরাজ উদ্দিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান, রোটারিয়ান নুরুল আলম, সাংবাদিক সাহেদুর রহমান জুনেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করেন হানিফ আহমদ। শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি