রোটারী ক্লাব সিলেট সাউথ’র উদ্যোগে জৈন্তাপুরে স্যানিটেশন সামগ্রী বিতরণ

48

সুবিধাবঞ্চিত পরিবারের প্রতি খেয়াল রাখা সকলের নৈতিক দায়িত্ব। বিশেষ করে বিত্তবানরা যদি এগিয়ে আসে সমাজের কল্যাণে তবে সমাজ অনেক সুন্দর হবে। সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে রোটারী ক্লাব অব সিলেট সাউথ গরীব ও অসহায় পরিবারের মধ্যে স্যানিটেশন তৈরী করে দিচ্ছে। মানুষকে ভালোবাসার মূলমন্ত্র ধারণ করে সমাজের উন্নয়নে কাজ করতে হবে।
রোটারী ক্লাব সিলেট সাউথ-এর উদ্যোগে জৈন্তাপুরের গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে স্যানিটেশন বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। রোটারী ক্লাব অব সিলেট সাউথ-এর প্রেসিডেন্ট রোটারিয়ান ক্ষমাকান্ত চক্রবর্তীর সভাপতিত্বে  গত শুক্রবার জৈন্তাপুরের সারিঘাট এলাকায়  স্যানিটেশন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জৈন্তাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রোটারিয়ান ফাইজ আহমদ বাবর ও ভাইস-প্রেসিডেন্ট  রোটারিয়ান রাজিব এহসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ এর সাবেক গভর্ণর রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান প্রফেসর জয়ন্ত দাস, রোটারিয়ান পিপি মো. বদরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জুবায়ের আহমদ, ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান মোঃ দিদার ইবনে তাহের লসকর, রোটারিয়ান আতিকুর রহমান চৌধুরী, রোটারিয়ান মোঃ মোশাহেদ আলী, রোটারিয়ান উজ্জল দাশ, রোটারিয়ান শামীম আহমদ, রোটারিয়ান জাবেদ আহমদ, রোটারিয়ান আছাদুজ্জামান, রোটারিয়ান মোঃ আশরাফুল হক, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন রাউর ভাগ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল জলিল, নিজপাক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনতাজ আলী, এমসি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি এম জেড এ জাহাঙ্গীর, ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ইয়াহইয়া, সারিঘাট অগ্রগামী তরুণ সংঘের সভাপতি আলহাজ্ব মাহমুদ আলী প্রমুখ । উলেখ্য, অনুষ্ঠানে রোটারী ক্লাব সিলেট সাউথের পক্ষ খেকে ৫টি পরিবারের মধ্যে স্যানিটেশন তৈরী করে দেওয়া হয়। বিজ্ঞপ্তি