গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাফলংয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পিয়াইন নদীর নয়াবস্তি, কান্দুবস্তি ও চা বাগান সংলগ্ন এলাকা থেকে বোমা মেশিন দিয়ে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে
রবিবার বিকেলে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন’র নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে একটি বোমা মেশিনের পাইপ ও যন্ত্রাংশ অপসারণ করা হয়।
একই সাথে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিনসহ সকল প্রকার যন্ত্রপাতি অপসারণের জন্য মেশিন মালিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবির, থানার এস আই জিয়াউল হকসহ পুলিশ ও বিজিবি’র সদস্য।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় বোমা মেশিন মালিকদের সকল প্রকার যন্ত্রপাতি ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।