সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যা দুগর্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত ১৯ আগষ্ট শিক্ষক সমিতির ত্রাণ সহায়তা কর্মসূচির আওতায় ৩৬০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ড. নির্মল চন্দ্র রায়, প্রক্টর ড. মৃতুঞ্জয় বিশ্বাস, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শাহাব উদ্দিন, কৃষি প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, কৃষি অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর মিটু চৌধুরী এবং ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাহবুব এলাহি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশ নেন। বিজ্ঞপ্তি