বকেয়া দেড় লাখ টাকা টেক্স আদায় ও ৮ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিসিকের মামলা

4

স্টাফ রিপোর্টার :
জিন্দাবাজারে বকেয়া হোল্ডিং টেক্সের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা আদায় করেছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। এছাড়াও স্বাস্থ্যবিধি লংঘন, সড়ক বেআইনিভাবে দখল ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার নগরীর জিন্দাবাজার এলাকায় সিসিকের ২টি ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা ও ১টি মামলা করেন। এছাড়াও অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া হোল্ডিং টেক্স বাবত দেড় লাখ টাকা আদায় করা হয়।
অপরদিকে, সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ একই অভযানে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি স্বাস্থ্যবিধি লংঘন, সড়ক বেআইনিভাবে দখল ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং তাদের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানের সময় সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং এসএমপির একদল পুলিশ উপস্থিত ছিলেন।