অসহায় বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা রাসূল (সা.)’র অন্যতম বৈশিষ্ট্য ————- মাওলানা শায়খ জিয়া উদ্দিন

47

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেছেন, বন্যা দুর্গত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া ইসলামের একটি মহান শিক্ষা। অসহায় বিপদগ্রস্ত মানুষে হাতে ত্রাণ পৌঁছানোর জন্য জমিয়তে উলামায়ে ইসলাম ইতিমধ্যেই ত্রাণ সংগ্রহ শুরু করেছে। ২/১ দিনের মধ্যেই বন্যা কবলিত বিভিন্ন জেলায় পাঠানো হবে। তিনি বলেন, ইতিমধ্যে যুব জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে সুনামগঞ্জর বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে। বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যানুপাতে ত্রাণ কার্যক্রম অপ্রতুল। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এ মহান কাজে এগিয়ে আসার আহবান জানান। সিলেট জেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে শায়খ জিয়া উদ্দিন আরো বলেন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা রাসূল (সা.) এর অন্যতম বৈশিষ্ট ছিল। আমরা তার উম্মত হিসেবে রাসুল (সা.) এর আদর্শ থেকে পিছিয়ে থাকতে পারি না। তাই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী বন্যা দুর্গতদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। বিজ্ঞপ্তি