কাজিরবাজারে অগ্নিকান্ডে গুদাম পুড়ে ছাই

47

স্টাফ রিপোর্টার :
নগরীর কাজিরবাজারে অগ্নিকান্ডে একটি পাটের বস্তা ও পুরাতন কাঠের গুদাম পুড়ে ছাই হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাজিরবাজারস্থ মেসার্স হা-মীম স্টোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগজের ৪টি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় ২ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মেসার্স হামীম ষ্টোরের মালিক মো. সিরাজ মিয়া জানান, আমার দোকানের গুদামে এক অংশে পাটের বস্তা ও অন্য অংশে পুরাতন কাঠ এবং পুরাতন ফার্নিচারও মজুদ করা ছিল। আগুনে গুদামের সকল মালামাল পুড়ে গেছে। সকালে আগুন লাগার খবর পেয়ে দোকানে আসি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করেননি দোকানের এই মালিক।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার শিমুল মো. রফিক জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাজিরবাজারে আগুন লগার খবর পেয়ে চারটি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।