ইভটিজিংকে কেন্দ্র করে নবীগঞ্জ কলেজে ছাত্রদের দুই গ্রুপে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া

44

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যায়, শবিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ সরকারি কলেজ ক্যম্পাসে সবুজ দাশের বোনের সাথে অপর গ্র“পের পাপ্পু দাশ (২০) কর্তৃক ইভটিজিংয়ের ঘটনা ঘটে। এরই জের ধরে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজ তার অনুসারীদের নিয়ে উপস্থিত পাপ্পু দাশের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলার খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে উভয় গ্র“পের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ঘন্টাব্যাপি চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে ছাত্রলীগের দুগ্র“পের মধ্যে সংঘর্ষের গুঞ্জনে উঠলে ও তা উড়িয়ে দিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও সিনিয়র সভাপতি। নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনছি তবে সেখানে উভয় পক্ষের লোকজন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট নয়। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সিনিয়র সভাপতি আলমগীর চৌধুরী সালমান জানান, কলেজ ক্যাম্পাসে যে ঝামেলা হয়েছে কিন্তু যাদের মধ্যে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তারা ছাত্রলীগের কেউ নয়। এ ব্যাপারে নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সামনে ছিলাম বড় ধরণের হামলার ঘটনা ঘটেনি হালকা পাতলা ঝগড়া হয়েছে ।