নবীগঞ্জে সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২

31

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ থানার সামনে সরকারী জায়গাতে সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারণের সময় IMG_20170806_154755সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে নবীগঞ্জে একাধিক মামলার আসামী নুরুল আমীন (৩৮)সহ দুই জনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের ওয়াতির আলীর ছেলে একাধিক মামলার আসামী নুরুল আমীনের সাথে একই গ্রামের মৃত রয়মান আলীর ছেলে মিজানুর রহমানের সরকারী জায়গা দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুর রহমান বিরোধীয় ওই জায়গা সীমানা নির্ধারণের জন্য আসলে নুরুল আমীনের লোকজন বাদা দেয়। এক পর্যায়ে নুরুল আমীনের লোকজন সার্ভেয়ারের উপর হামলা করার চেষ্টা করলে পুলিশ এগিয়ে আসে এবং হামলাকারী নুরুল আমীন ও মিজানুর রহমান (৪৫) কে গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। এ ব্যাপারে সার্ভেয়ার আমিনুল ইসলাম জানান, এটিএম রুবেল এর অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশে এলজিইডি’র সার্ভেয়ারসহ সরজমিনে আসলে দু’ পক্ষের মধ্যে মারামারি পরিস্থিতি সৃষ্টি হয়। পরে আমরা চলে আসি। এদিকে এলাকাবাসী জানান, সার্ভেয়ার পূর্ব নোটিশ ব্যতিত ঘটনাস্থলে আসার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।