স্টাফ রিপোর্টার :
নগরীর বাগবাড়ি এলাকার মৃত যোগেন্দ্র চন্দ্র দাসের পুত্র বিয়ানীবাজার শাখার যমুনা ব্যাংকের ব্যবস্থাপক সজল কান্তি দাসকে পরিকল্পিতভাবে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে দাবি করে এবং এর বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় প্রয়াত সজল কান্তি দাসের মেয়ে নির্বাচিতা দাস শর্মী অজ্ঞান হয়ে পড়ে
ওই কর্মসূচিতে বক্তারা দাবি করেছেন- সজল কান্তি দাসকে যমুনা ব্যাংকের এক পরিচালকের আত্মীয়ের প্ররোচণায় আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। এর সাথে প্রত্যক্ষভাবে আলী আহমদ সেলিম ও তার স্ত্রী কামরুনাহার স্বপনাসহ আরোও কয়েকজন সরাসরি জড়িত দাবি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
সিলেটের সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে শনিবার বেলা ১১টায় সময় নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন চলাকালিন সময় প্রয়াত সজল কান্তি দাসের মেয়ে নির্বাচিতা দাস শর্মী অজ্ঞান হয়ে পড়ে। এ সময় উপস্থিত অন্যান্য স্বজনরা তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যান।
মানবন্ধনে নির্বাচিতা দাস শর্মী ও পরিবারের অন্যান্য স্বজনরা বলেন- গত ৩১ জুলাই আমার বাবাকে যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, নিজেদের অন্যায় এবং অপকর্ম আড়াল করতে আত্মহত্যায় বাধ্য করেছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন প্রভাবশালী আসামীরা ঘটনা ভিন্নখাতে নেয়ার প্রবাহের চেষ্টা চালাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধার ও আওয়ামীলীগ নেতা আব্দুর খালিক, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড:মৃত্যঞ্জয় ধর ভোলা, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি রামেন্দ্র বড়–য়া, বিশিষ্ট চিকিৎসক ডা: মাহমুদুল মজিদ চৌধুরী, সিটি কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক এড: প্রদীব কুমার ভট্রাচার্য, সংস্কৃতিকর্মী নিরঞ্জন দে যাদু, সিলেটের এডিশনার পিপি সৈয়দ শামীম আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, জেলা পূজা পরিষদ‘র সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, জেলা বাসদের সদস্য সুশান্ত সিংহা সুমন, মহানগর সহ সভাপতি মলয় পুরকায়স্ত, পাঠানটুলা ব্যাবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক মো: সাহেদ আহমদ, টুকের বাজার ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শফিকুল রাহমান শফিক, প্রয়াত সজল দাসের ছোট ভাই সুজিত দাস সিংকু, নিলাঞ্জন দাশ টুকু, এড: রঞ্জন ঘোষ, কুমার গনেষ পাল, প্রভাষক শালেহ আহমদ চৌধুরী, নিখিল দে, সরোজ ভট্টাচার্য, বৌদ্ধ দাস, রুহেল আহমদ, নুরুল ইসলাম নুর, সঞ্জিত মালাকার, সুমন দে, সঞ্জয় দেব, সুব্রত রায় দুলাল, প্রয়াত সজল কান্তি দাসের মেয়ে নির্বাচিতা দাস শর্মী ও ছেলে শায়ান দাস রিচিক প্রমুখ।