জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের শোক র‌্যালী

76

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক DSC_0498দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে নগরীতে এক শোক ব্যালী বের করা হয়। র‌্যালীটি সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহীদ মিনারে সামনে গিয়ে সমাবেশে মিলিত হন।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আ’লীগের সভাপতি, কাউন্সিলর শাহানারা বেগম, জেলা মহিলা আ’লীগের সহ সভাপতি শামসুন নাহার মিনু, বিলকিছ নুর, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সহ সাধারণ সম্পাদক মাধুরী গুণ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজরা চৌধুরী, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক কয়তুন নেছা, শ্রম সম্পাদক রোকিয়া আক্তার চৌধুরী, পারভীন আক্তার, মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী সামা রানী, রতœা বেগম, নুরুন্নেছা হেনা, স্বপ্না বেগম, রুবী নাজিম, রুনা দাস, সিলেট সদর উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার প্রমুখ। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামীলীগ নেত্রীবৃন্দ শোক র‌্যালী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাঙালি জাতির অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমৃত্যু দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। শোকাবহ এই আগস্ট মাসের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। বিজ্ঞপ্তি