সিলেট-ঢাকা চারলেন ও নগরীতে চারলেন রাস্তা করতে হবে —— বিভাগ গণদাবী পরিষদ

60

সিলেট বিভাগ গণদাবী পরিষদের আলোচনা সভায় সিলেটবাসীর ন্যায্য ও বঞ্চিত দাবী মেনে নিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে কেন্দ্রিয় কমিটি। ২৯ জুলাই শনিবার বিকেল ৪টায় নগরের ৫৩নং, সমবায় ভবনস্থ কার্যালয়ে কেন্দ্রিয় সহ সভাপতি অধ্যাপক অব: মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সিলেট-ঢাকা (প্রস্তাবিত ৪ লেন) সড়কের কাজ, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক স্থাপন প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই তা বাস্তবায়ন করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট নগরের প্রধান প্রধান রাস্তা অন্তত ৪ লেন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। নগরে সব ধরনের বৈদ্যুতিক তার মাটির তলদেশ দিয়ে স্থাপন ও একটি দীর্ঘ উড়াল সড়ক প্রকল্প গ্রহণের জন্য সরকারের প্রতি জোরদাবী জানানো হয়। সভায় পরিবেশ ও মাটির তলদেশের ভারসাম্য রক্ষায় ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং ও লোভা ছড়ায় মেশিন দিয়ে পাথর উত্তোলন সম্পন্ন রূপে বন্ধ করতে হবে। সভায় সিলেট নগর-শহরতলীর সংযোগে নালা-নর্দমা সহ সুরমা, কুশিয়ারা, সোনাই, সারি মনু নদীতে ড্রেজিং খনন কর্মসূচীর মাধ্যমে বন্যার পানি নির্বিঘেœ চলাচলের ব্যবস্থার দাবী জানানো হয়। সভায় নগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবীদের উৎপাত ও মাদক গডফাদার, শিলং তীর জুয়া খেলার গডফাদারদের গ্রেফতারের দাবী জানানো হয়। সভায় দক্ষিণ সুরমা-সিলাম-সুলতানপুর সড়কের সংস্কার কাজ, রেলগেইটে একটি ওভারব্রীজ স্থাপন, যানজট নিরসন সহ দক্ষিণ সুরমার সকল রাস্তা সংস্কারের দাবী জানানো হয়। সভায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঠিক সেবার পরিবর্তে দীর্ঘসূত্রিতা, ভয়ভীতি হয়রানি বন্ধ করতে হবে। সভায় টিলাগড়-আম্বরখানা রুটে সিএনজি অটোরিক্সার ভাড়া বৃদ্ধির নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, কেন্দ্রিয় সদস্য জাহিদ খান, আব্দুুল আহাদ নীল, শাহ ইব্রাহীম আলী, সেলিম আহমদ, পানুর রহমান পানু, কামিনী বৈদ্য, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান আহমদ হাকিম, সাংগঠনিক সম্পাদক এমরুল হক নোমান ও শিমুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি