সিলেট-হাইওয়ে পুলিশের চেক পোষ্টে সুনামগঞ্জ মহাসড়কে গরুসহ দু’চোর আটক

31

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কে জয়কলস হাইওয়ে পুলিশের হাতে পিকআপ ভ্যানে পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি গরুসহ দু’চোরকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের বদিরগাঁওস্থ চেক পোষ্ট বসিয়ে জয়কলস হাইওয়ে পুলিশ আটক করে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার আটককৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশের এসআই শরিফ মাহমুদ জানিয়েছেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে পিকআপ ভ্যান নং-সিলেট-ন-১১-০৩২৬ রিজার্ভ করে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় তার নেতৃত্বে বসা চেক পোষ্টে সন্দেহ হলে লিয়াকত ও আবদুল্লাহকে আটক করা হয়। লিয়াকত আলী বিশ্বম্ভরপুর উপজেলার লামাচালবন গ্রামের আজিজুল হকের পুত্র ও একই গ্রামের মৃত মঞ্জুল হকের পুত্র আবদুল্লাহ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে বলে, বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরি হাটি এলাকার ভাতেরটেক হাওর থেকে গরুটি চুরি করে সিলেট শহরে বিক্রির জন্য যাচ্ছিল। গরুর মালিক ভাতেরটেক এলাকার মৃত নুরু রহমান মৌলভীর পুত্র আমিনুল ইসলাম। পরে চোরসহ পিকআপ ভ্যান ও গরুটি ওইদিন রাতেই থানায় হস্তান্তর করা হয়।