সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়। ফলে মানুষ তাদের দুঃখ-কষ্ট তেমন একটা পোহাতে হয় না। বন্যার পানি নামতে শুরু করেছে। সরকারী ও বেসরকারী ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এখন শুধু কৃষি জমির জন্য চারা রোপণ সহ কৃষি কাজে কৃষকদেরকে মনোযোগি হতে হবে। যাতে সঠিক সময় ধানের চারা রোপন করে ধান উৎপাদন করতে পারেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৯ জুলাই শনিবার দিনব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর, দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নূরু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, আওয়ামীলীগ নেতা দুলা মিয়া, জিল্লুর রহমান, আব্দুল আউয়াল কয়েস, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, যুবলীগ নেতা মইনুল ইসলাম সালেহ, দিদারুল আলম নিমু, মিজানুর রহমান জুয়েল, ইছন মিয়া, আব্দুল আলী, আকতার হোসেন, পাশা মিয়া, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, জাকারিয়াউল হক পান্না প্রমুখ। বিজ্ঞপ্তি