লতিফুল ইসলাম :
অর্ধ জাহান শাসন করেও
ছিল যে উমর সাধারণ
ছিল না কোনো প্রহরী তাহার
উদার ছিল যাহার মন।
ন্যায় বিচারক ছিলেন তিনি
সবার ক্ষেত্রে সমতা
স্বীয় পুত্র অপরাধী
হয়নি তবুও মমতা।
দিবানিশি খোঁজ করিতেন
ভুখা আছেন কোনজনা
নিদ্রা চোখে নাহি ছিল
মনটা ছিল আনমনা।
উঁচু নিচু ভেদাভেদটা
ছিল না তাঁর জীবনে
ধনী গরিব সবাই সমান
এটাই ছিল তাঁর মনে।
এমন শাসক চাই গো পেতে
প্রজার দরদ বুঝবে যে
সত্যবাদী ন্যায় পরায়ণ
উমর হয়ে আসবে সে।