আওয়ামী লীগের যৌথসভা আজ, বিভাগের দায়িত্ব ভাগ সহ আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

10

কাজিরবাজার ডেস্ক :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের পর গঠিত দলের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম এই বৈঠকে বেশকিছু সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করে গড়ে তোলা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী ঘোষিত মুজিববর্ষ শুরুর আগেই দেশের মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা-মহানগর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন, সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে বিভাগের দায়িত্ব ভাগ করে দেয়াসহ রাজনৈতিক নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন। গত ২১ ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন নেতৃত্ব গঠনের পর এটা প্রথম যৌথসভা।