বঙ্গবীর ওসমানীর পরিবার শিক্ষা-সংস্কৃতি এবং সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে – শফিকুর রহমান চৌধুরী

103

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, DSC_0505 copyবন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে সমস্যাগ্রস্ত হয়ে মানুষ যাতে অনাহারে সেজন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে অসহায় এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। বঙ্গবীর ওসমানীর পরিবার শিক্ষা-সংস্কৃতি এবং সমাজের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। বঙ্গবীর ওসমানীর আদর্শকে ধারণ করে সকলকে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট-এর উদ্যোগে ওসমানীনগর থানার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট-এর ট্রাস্টি রোটারিয়ান টিটু ওসমানীর সভাপতিত্বে বুধবার আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর পরিচালক মো. মতিউর রহমান, ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ, দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান, দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শামসুল আলম খান, ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারিক, সেক্রেটারী সাজ্জাদ মিয়া, রোটারিয়ান শাহ জামাল আহমদ, আলাউদ্দিন, নুরুল ইসলাম লয়লা, ফারুক আহমদ, আনোয়ার মিয়া, মনজুর আহমদ, মসরুর আহমদ, মামুন চৌধুরী, মহান আহমদ, কামাল আহমদ, খিজির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি