মেশকাতুন নাহার

13

মেরুদন্ডহীন প্রাণী :

স্বার্থলোভী মানুষ কিছু স্বীয় ফায়দা চায়,
মুখে মধু অন্তরে বিষ বুঝা বড়ো দায়।

পায়ে তেল যে মালিশ করে স্বার্থ লাভের লক্ষ্যে,
বাস্তব চিত্র জেনেও থাকে অন্যায় কাজের পক্ষে।

সুবিধাবাদী এসব মানুষ আছে যে চারপাশে,
ব্যক্তিত্বহীন পদাঘাতে খিলখিলিয়ে হাসে।

পিছন থেকে কুট বুদ্ধিতে মারে তীক্ষ্ণ ছুরি,
মেরুদণ্ডহীন নাম যে তাঁর করে ছলচাতুরী।

অধিপতির ছত্রছায়ায় ধ্যানে থাকে ক্ষতি,
বিবেক বর্জন দিয়ে করে পৈশাচিকে ভক্তি।

আঁধার রাতে নিপুণ হস্তে করে মৎস্য শিকার,
অভিধানে অদ্ভুত প্রাণীর নাম মানসিক বিকার।

পিপীলিকার পাখা গজায় মরিবার যে তরে,
যেমন কর্ম তেমনই ফল রায় হয় দেহান্তরে।