শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেছেন, ভাষা শিক্ষা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের সর্বক্ষেত্রে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে ভাষা শিক্ষার বিকল্প নেই। আধুনিক ভাষা ইনস্টিটিউট শিক্ষার্থীদের জ্ঞানকে প্রসারিত করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে দেশের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
আধুনিক ভাষা ইনস্টিটিউট আয়োজিত আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়’র সভাপতিত্বে গত মঙ্গলবার শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজির প্রভাষক অর্পা বনিক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আতি উল্লাহ, ইনস্টিটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল-এর পরিচালক প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. এ. জেড. এম. মঞ্জুর রশিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক এ এন এম জয়নাল আবেদীন, আরবি ভাষার শিক্ষক প্রফেসর এ এস মতলুব আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন ফ্রেঞ্চ ভাষার প্রভাষক মো. রিয়াদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি ডিপ্লোমা কোর্সের বিকাশ রঞ্জন পাল, সার্টিফিকেট কোর্সের ইকবাল হোসেন, আরবি ভাষা কোর্সের সালেহ আহমদ, ফ্রেঞ্চ ভাষার মাহদী হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরবি ভাষা কোর্সের শিক্ষার্থী হাফিজ ছাফওয়ান আল মাহমদ এবং গীতা পাঠ করেন জুমন মোদক। বিজ্ঞপ্তি