স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, সামাজিক সমস্যা দূর করার জন্য প্রয়োজন হচ্ছে সামাজিক আন্দোলন। জনগণকে ভালো রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মাদক , জুয়া, চাঁদাবাজ, কিশোর গ্যাং, হকার বন্ধ করতে কাজ করছে পুলিশ। তিনি বলেন, সোনার বাংলা বিনির্মানে সকলের সহযোগিতা প্রয়োজন। গতকাল মঙ্গলবার দুপুরে এসএমপি’র কোতয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কমিশনার আরো বলেন, প্রতি মাসের ২২ তারিখে কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা), অফিসার ইনচার্জ (কেতোয়ালী মডেল থানা)সহ স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।