তোমার কাছে আমার মূল্য

70

মোসলেম উদ্দিন মনির

তোমার কাছে আমার মূল্য একেবারেই নগণ্য
ব্যবহারের পর যেমন টিস্যু পেপার,
টিস্যূ যদিও অল্প হলেও কদর পায়
বোধ করি তোমার কাছে আমি তাওনা।
রূপের গৌরব তোমার অনেক জানি
মনের কতটা আছে শুনি !
আমাকে বিশ্বাস করতে তোমার বড্ড কষ্ট
অথচ নিজেকে শতভাগ মানো।
আজ কেন যেন তোমাকে আমার নতুন করে চিনতে হচ্ছে
সেই আগের তুমির সাথে একেবারেই ভিন্ন
যেন এক নতুন পৃথিবীর –
নতুন এক তুমি মৌমিতা।
তুমি কি সেই মৌমিতা –
যে বলতো তুমিই আমার পৃথিবী
যেখানে চন্দ্র- সূর্য তোমার আমার ভাষা বোঝে ,
পূর্ণিমার নীল জোছনার স্মৃতি মুছে যায় না,
পদ্মার পলি দ্বীপে পথ চলা শেষ না হয়
আশ্বিনের মেলায় হাজারো মানুষের ভীড়ে তবু হারিয়ে না যাই।
ও হ্যাঁ একটি কথা বেমালুম ভুলে গেছি
তুমি নাকি সব ছাড়তে পার
শুধু আমারই জন্য
বড্ড হাসি পায় মৌমিতা ,বড্ড হাসি ,
নিজের কথাই যে নিজে রাখতে জানেনা
সে আবার সব ছাড়বে কেমন করে,
জানি মৌমিতা সব ভুলে গেছ
এবং খুব সহজেই ।
আজ তোমার কাছে আমার মূল্য
একেবারেই নগণ্য ।