সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেটে সর্বত্র বন্যার পরিস্থিতির অবনতি ঘটছে। এমতাবস্থায় মানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে অবৈধ সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
তিনি মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাউতকান্দি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আবদুল আহাদ, আবদুল বাছিত, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মানিক, সাধারন সম্পাদক ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, সাহেদ আহমদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামছুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান ওলি, বিএনপি নেতা তাজুল ইসলাম, মসুদ আহমদ, মখজিল মিয়া, আব্দুল মুহিত, মানিক মিয়া, সিকনদর আলী, শফিক মিয়া, আবদুল্লা মিয়া, মূসা মিয়া, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে থেকে শফি আহমদ খান, আলী আহমদ, আজিজুর রহমান লায়েক, আবুল কাহের রাশেদ, এনাম আহমদ, তাহমিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি