জাতীয় নির্বাচনকে সামনে রেখে ॥ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন

40

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘকাল পর মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা ত্যাগী- পরীক্ষিত নেতাকর্মীরা এক সাথে কাজ করা অঙ্গীকার করেছেন। নিস্ত্রীয় ও বিভক্ত বিএনপির নেতাকর্মীদের কে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে কমলগঞ্জ- শ্রীমঙ্গল আসনে প্রার্থী পরির্বতনের দাবী উঠেছে। বৃহস্পতিবার ২৯ জুন কমলগঞ্জ ও শ্রীমঙ্গল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের এক যৌথ সভা কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের কোম্পনী বাংলোতে অনুষ্ঠিত সভায় এমন সিন্ধান্ত নেয়া হয়েছে বলে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র নেতা আতাউর রহমান লাল হাজীর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু। বিএনপি নেতা সরফরাজ আলী বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এম, ইদ্রিছ আলী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা ইয়াকুব মিয়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সালেহ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হাছিন আফরোজ চৌধুরী, সাবেক পৌর মেয়র আবু ইব্রাহীম জমসেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মুন্সীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, হাজী এখলাছুর রহমান, বিএনপি নেতা এড: আব্দুল আহাদ, ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন বাবু, আলম পারভেজ সোহেল প্রমুখ। সভায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিবদমান দুই গ্র“পের শীর্ষ নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকা থেকে অতীতে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর তীব্র সমালোচনা করা হয়েছে। হাজী মুজিব কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বিএনপির অনেক ক্ষতি করেছেন। দলের নেতাকর্মীদের সাথে দুরত্ব রয়েছে তার। তিনি দলের চেয়ে তার নিজস্ব প্রতিষ্ঠান হাজী মুজিব ফাউন্ডেশনকে ব্যবহার করে সরকারী দলের দালালী করছেন। তিনি একজন ব্যবসায়ী। তাই সংগঠনের অস্তিত্ব রক্ষার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবকে বাদ দিয়ে একজন যোগ্য ও দলের নিবেদিত ব্যক্তিকে মনোনয়ন প্রদানের জন্য সভা থেকে দলীয় হাইকমান্ডের কাছে জোর দাবী জানান।
সভাসূত্রে জানা যায়, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপির তৃণমূল পর্যায়ে সভা করে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শীঘ্রই দলের মহাসচিবের সাথে দেখা করবেন।