মিরবক্সটুলাস্থ মাউন্ট এডোরা হসপিটালে করোনা রোগী না রাখতে স্মারকলিপি

29

সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত মিরবক্সটুলায় অবস্থিত মাউন্ট এডোরা হসপিটালে করোনা রোগী না রাখার জন্য সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসীর পক্ষে নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক রাজা, আজাদী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুল কাহির ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মিলাদ আহমদ। ১৫ এপ্রিল পৃথক পৃথকভাবে সিটি মেয়র ও হসপিটাল পরিচালক বরাবরেও ৮৬ জন এলাকাবাসী স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশ একটি মহা সংকটের মধ্যে দাড়িয়ে আছে। এই ক্রান্তিলগ্নে দেশের সকল মানুষের সাথে আমরা সিলেট জেলার, সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত মিরবক্সটুলা ও নয়াসড়ক এলাকার জনসাধারণ সমভাবে ব্যতিথ, মর্মাহত এবং সঙ্কিতও বটে। বিভিন্ন টিভি, নিউজ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়, মীরবক্সটুলাস্থ মাউন্ট এডোরা হসপিটালকে করোনা রোগী ব্যবহারের জন্য চিহ্নিত করেছেন। এ খবরে আমরা এলাকাবাসাী শঙ্কায় উদ্বিগ্ন ও আতঙ্কিত। মীরবক্সটুলা এলাকাটি অত্যন্ত ছোট ও জনবহুল এলাকা। প্রত্যেক অলিতে-গলিতে অসংখ্য মানুষের বসবাস। তাছাড়া এই হসপিটালের সামনের জায়গার প্রশস্থও কম। হসপিটালের ৩ ফুট দূরত্বে বহুতল আবাসিক ভবন অবস্থিত, যাদের দৈনন্দিন জীবনের চলাচল এই হসপিটালের সামনের রাস্তা দিয়েই। ফলে বিভিন্ন ধরনের অসুবিধা হয় এখানের বসবাসকারীদের। হসপিটালের পাশেই কয়েকশ পরিবার বাস করার ফলে এখানে এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার মধ্যে এই সংবাদ এলাকাবাসীকে চরম মর্মাহত করছে। সকল কিছু বিবেচনা করে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি সম্মান রেখে মিরবক্সটুলার মাউন্ট এডোরা হসপিটালে করোনা রোগী না রেখে জন স্বার্থে আখালিয়াস্থ বিশাল পরিসরে হসপিটালের অন্য শাখায় রাখার আহ্বান জানান এলাকাবাসী। বিজ্ঞপ্তি