নানা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নতুন বর্ষ শুরু করলো রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২

60

সিলেটে নানা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৭-১৮ রোটাবর্ষ শুরু করছে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২। নতুন রোটারী rrবর্ষ ২০১৭-১৮ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শনিবার বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন কো-অর্ডিনেটর রোটা. জাকির আহমদ চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন- এবারের রোটাবর্ষে প্রধানত ৬টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১ জুলাই থেকে কাজ শুরু হচ্ছে। এ বর্ষ শেষ হবে আগামী বছরের ৩০ জুন। এবারের বছরের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হচ্ছে- ১৫০টির মত স্যানিটারি টয়লেট নির্মাণ, ১২০টি স্বাক্ষরতা কেন্দ্রের মাধ্যমে ৫ হাজার মানুষকে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন করা, ৫০টির মত গভীর নলকূপের মাধ্যমে সুপেয় এবং নিরাপদ পানীয় জল সরবরাহ, রোটারী জেলা ৩২৮২ এর আওতাভুক্ত প্রতিটি জেলা শহরে একটি রোটারী চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, যুবক যুবতীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী, জব ফেয়ারের আয়োজন, এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ দেশব্যাপী যৌথ অংশিদারিত্বে লক্ষাধিক বৃক্ষরোপণ করা, গ্লোবাল গ্রান্টের অধীনে আন্তর্জাতিক পার্টনারের সহযোগিতায় অন্তত ৫টি বড় প্রকল্প হাতে নেওয়া এবং চট্টগ্রাম, সিলেট, নরসিংদী ও কুমিল্লায় রোটারী সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ।
তিনি বলেন- বিশ্বব্যাপী রোটারীর উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম অবদান হচ্ছে বিশ্বকে পোলিও মুুক্ত করা। পোলিও নির্মূলে ১৯৮৫ সালে কাজ শুরু করে রোটারী এবং ২০১৮ সালের ৩০ জুনকে সারাবিশ্ব পোলিওমুক্ত ঘোষণা করার দিন হিসেবে ধার্য্য করা হয়েছে।
তিনি আরো বলেন- ১৯০৫ সালে আমেরিকার শিকাগো শহরে যাত্রা শুরু করা রোটারী বর্তমানে বিশ্বের ২০০টির মত দেশে ৩৫ হাজারের অধিক ক্লাবে প্রায় ১৩ লক্ষ রোটারিয়ান কাহ করে যাচ্ছেন। যার মধ্যে বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাক্ষ্মণবাড়িয়া নরসিংদী, ময়মনসিংহ ও সিলেট নিয়ে রোটারী জেরঅ ৩২৮২ গঠিত। এতে ক্লাবের সংখ্যা ১৩০টির মত এবং সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার।
বক্তব্যের শেষ পর্যয়ে তিনি সিলেট জেলার রোটারী ক্লাবগুলোর উল্লেখযোগ্য বেশকিছু সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং এসব  উল্লেখযোগ্য কর্মকান্ডের জন্য ক্লাবগুলোকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সৈয়দ সুজাত আলী, ফারুক আহমদ, এনায়েত হাসান মানিক, তুফায়েল আহমদ, জয়ন্ত দাস, বদরুল আলম, মুশাররফ হোসেন জাহাঙ্গির, সালেহ আহমদ, সেলিম আহমদ, বদরুল আলম চৌধুরীসহ বিভিন্ন ক্লাবের সভাপতিবৃন্দ। বিজ্ঞপ্তি