অমূল্য

51

শরীফ আহমাদ

লক্ষ টাকার সোনার মোহর চাই না আমি
চাই না রাজার সোনার মুকুট মুক্তো দামি।
সুখের প্রাসাদ মোতির মহল যদি না পাই
চন্দন পালঙ্ক না থাকলে ক্ষতি নাই।

শতেক দাশের না পাই যদি চরণ সেবা
প্রেমের কাব্য বলার না কেউ থাকলে কি বা।
চলার পথের লক্ষ জনের ফুল আর কলি
নানান রঙ্গের গালিচা না দু’পায় দলি।

রাজার দুলাল হলে সবাই করত যতন
সুখ সাগরের রঙ্গিন নায়ে ভাসত জীবন।
চাই না কিছুই মনের মত মন যদি পাই
দুঃখ সুখে গা ভাসিয়ে জীবন কাটাই।

তেমনটি এক অমূল্য মন দাও না এনে
যে মন কভু যায় নাকে না রাজার ধনে।