শরতের নৈঃশব্দের সকাল

8

রফিকুল ইসলাম

শরতের সাদা দ্বীপের পদচিহ্নহীন শীর্ণ পথে
ঝরা ফুলগুলো ভিজে বুনো ঘাসের শয্যায়,
শ্বেত বস্ত্রে দাঁড়িয়ে কাঁপে বিধবা কাশের গুচ্ছো
ভাসে তার ওষ্ঠের ম্লান হাসি স্থির জলাশয়।
চুপচাপ স্বপ্নগুলো ভীড় করে চোখের পাতায়
শরতের বিকেল, ঘরে ফেরা পাখিদের দল
ভোরের ভেজা নুয়ে পড়া পাতার চুঁয়ে পড়া জল
আকারণ পুলকে ঝলমল প্রথম সকাল।
শিশিরের নৈঃশব্দে রাতের তারার মত জাগে
বাগানে অযুত ফোটা ফুল।
আকাশনীলে ক্ষয়ে যাওয়া চাঁদের জোড়াহীন
ঝুলে থাকা রূপালি কানের দুল।
নিঃসঙ্গতা খুঁজি ভবঘুরে শুভ্র মেঘেদের ভীড়ে
যুগলবন্দী শালিকের হলুদ পা’য়ের চঞ্চল
একখণ্ড শিশির ভেজা পাথর হাতে তুলে ভাবি
এতো, ঠাণ্ডা কুয়াশার শিশির নয়, যেন অবিকল
বিদায় প্রেয়সী রাতের ক’ফোঁটা চোখের জল।