বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, (সিকৃবি) সিলেট এ বাস্তবায়নাধীন ঐঊছঊচ উপ-প্রকল্প এর “চৎড়লবপঃ ঈষড়ংরহম ঝবসরহধৎ” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম বলেন বিশ্বের বর্তমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি কারিগরি বিষয়েও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। ঐঊছঊচ উপ-প্রকল্পের ব্যবস্থাপক প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তরিকুল আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার ও দপ্তর প্রধানগণ। বিজ্ঞপ্তি