শাহিন আলম সরকার
তুমি শুধু দিলে মোরে, শুধুই বেদনা।
কেন দিলে এত কষ্ট, দিয়ে যে ছলনা।
কখনো তোমার কাছে, চাইনি কিছুই।
তবু দিলে শুধু জ্বালা, কি বা আর কই।
মোর হাত ছেড়ে দিয়ে, চলে গেলে দূরে।
বিশ্বাস ছিল আমার, আসবে যে ফিরে।
বহু পথ হাঁটা হল, শুধু একা একা।
পথ মাঝে হলে দেখা, চলে যাও বাঁকা।
হৃদয়হীনার মত, কেন আচরণ?
পাই না খুঁজে তোমার, সেই তো কারণ।
কি এমন দোষ হত, একটু দাঁড়ালে।
নাকি পর ভেবে মোরে, দিলে দূরে ঠেলে।
আজ মন বলে ওঠে, তুমি যেন পর।
সত্যিই কি হলে পর, বেঁধে সুখে ঘর।